২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি / সকাল ৬:৫২

খুলনা-বরিশালে গতিতে নাজুক ফোরজি, ক্ষুব্ধ গ্রাহক

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বিটিআরসি ফোরজি’র ড্রাইভ টেস্ট চালিয়েছে। ভয়েস কল, ডেটা ও নেটওয়ার্কের কাভারেজ এলাকা এই তিন বিষয়ের উপর ভিত্তি করে টেস্ট চালায় বিটিআরসি।

গাইড লাইন বলছে, কোট অপারেটর গ্রাহককে যদি ফোরজি সেবা দেওয়ার কথা বলে তাহলে সর্বনিম্ন গতি থাকতে হবে ৭ এমবিপিএস। কিন্তু বিটিআরসির ড্রাইভ টেস্টে মিললো অন্যরকম তথ্য। 

ঢাকা বিভাগে গ্রামীণফোনের ফোরজি গতির ক্ষেত্রে দেখা যাচ্ছে, ৬ দশমিক ৯৯ এমবিপিএস। রবির গতি পাওয়া গেছে ৬ দশমিক ৪১, বাংলালিংকের ৮ দশমিক ০১ এমবিপিএস। কিন্তু রাষ্ট্রীয় কোম্পানি টেলিটকের গতি পাওয়া গেছে বেশ কম, মাত্র ২ দশমিক ৮০ এমবিপিএস।

ড্রাইভ টেস্টে রাজধানীতে গতি কিছুটা পাওয়া গেছে। কিন্তু বরিশাল এবং খুলনা বিভাগে ফোরজির অবস্থা একেবারে নাজুক