২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি / রাত ১০:৩৭

নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বিরোধী মানববন্ধন।

নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বিরোধী মানববন্ধন।
নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা কমিটির আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মোঃ জাকারিয়া মোল্লা’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তোতা মিয়া, মাসুদ আলম, সহ-সভাপতি রোজিনা আক্তার, আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মাহমুদুল্লাহ খাঁন জুয়েল, এ্যাড. আঃ হালিম হোসেন, এ্যাড. সোহেল হোসেন উপস্থিত ছিলেন সদস্য সচিব বিউটি আক্তার তৃষা, যুগ্ম আহবায়ক মোঃ জসিম মোল্লা, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, সদস্য মেহেদি হাসান, দিদার হোসেন, জাহিদুল ইসলাম তুহিন প্রমূখ। বক্তারা মানববন্ধন থেকে দাবি করেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃতুৎদন্ড করে আইন প্রণয়ন এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক এর মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।